ব্যাম্বু ড্যান্স বা ‘চেরাও’ উত্তর-পূর্ব ভারতসহ সারা দক্ষিণপূর্ব এশিয়াতেই বেশ জনপ্রিয়। এক-একটা দলে দশ-কুড়ি জন করে থাকে। ছেলেরা বাজনার তালে তালে বাঁশ এদিক ওদিক করে আর মেয়েরা বাঁশের এ পাশে ও পাশে পা দিয়ে দিয়ে নাচে। মিজোরামের রাজধানী আইজলের চাপচারকুট উৎসবে যেভাবে এই ‘চেরাও’ নাচ হয়, তেমনটা পৃথিবীর আর কোথাও হয় না। এই উৎসবের কথাই গল্পে, ছবিতে ধড়া আছে এখানে।
Read More